ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাতক্ষীরায় পুকুর খননকালে হাতির কঙ্কাল উদ্ধার

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ২০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় পুকুর খননকালে হাতির কঙ্কাল উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি : জেলার দেবহাটা উপজেলার একটি পুকুর খননকালে ২০০ বছরের আগে একটি হাতির কঙ্কালসহ দেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। পুলিশ খবর পেয়ে কঙ্কাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় গ্রামবাসী জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার কোড়া গ্রামের শেখ আব্দুল হামিদের পুকুর থেকে শ্রমিকরা মাটি তোলার সময় এই হাতির কঙ্কালটির সন্ধান পান।

স্থানীয় ওই পুকুর মালিক শেখ আব্দুল হামিদ জানান, তার জানা মতে এই এলাকায় আগে নদী ছিল। ২০০/২৫০ বছর আগে কোনো হাতি মারা গিয়ে এখানে ডুবে থাকতে পারে। পরে কঙ্কালটি বালির মধ্যে থাকার কারণে দীর্ঘদিন ভাল ছিল। ৫-৬ বছর আগে একই পুকুর থেকে মাটি খননকালে হাতির মাথা ও কিছু অংশের কঙ্কাল উদ্ধার করা হয়েছিল এবং সেগুলো সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এসে ঢাকায় নিয়ে যান।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে কঙ্কালগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে।



রাইজিংবিডি/সাতক্ষীরা/২০ এপ্রিল ২০১৭/এম.শাহীন গোলদার/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়