ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাতক্ষীরায় মোটরসাইকেল চোরদের নেতা বন্দুকযুদ্ধে নিহত

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১১, ২৮ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় মোটরসাইকেল চোরদের নেতা বন্দুকযুদ্ধে নিহত

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতা রেজাউল ইসলাম বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে নুরনগর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রেজাউল শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের মাজেদ সরদারের ছেলে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর থেকে ডিবি পুলিশের একটি দল রেজাউলকে গ্রেপ্তার করে নিয়ে আসে। রেজাউল শ্যামনগর থানা চত্বর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি মামলা ও উপজেলা সদরের আব্দুল্লাহেল বাকী অপহরণ মামলার প্রধান আসামি। গত তিন মাস যাবৎ তিনি আত্মগোপনে ছিলেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াচ হোসেন জানান, ঢাকা থেকে ডিবি পুলিশের একটি দল রেজাউলকে আটক করে শ্যামনগর থানায় সোপার্দ করে। তার স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার দিবাগত রাতে শ্যামনগর উপজেলার নুরনগর এলাকায় মোটরসাইকেল উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে রেজাউলের বাহিনী গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। দুই পক্ষের গোলাগুলিতে রেজাউল নিহত হন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।

রেজাউলের বিরুদ্ধে শ্যামনগর থানায় নয়টি মামলা রয়েছে বলে ওসি জানান।




রাইজিংবিডি/সাতক্ষীরা/২৮ জুলাই ২০১৮/এম. শাহীন গোলদার/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়