ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাতক্ষীরায় শিবিরের ১০ নেতা-কর্মী আটক

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় শিবিরের ১০ নেতা-কর্মী আটক

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটা থানার আল-আমিন ফাজিল মাদ্রাসায় গোপন বৈঠক চলাকালে থানা শিবিরের সভাপতিসহ ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আল-আমিন ফাজিল মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- পাটকেলঘাটা থানা শিবির সভাপতি নগরঘাটা গ্রামের মুন্তাজ সরদারের ছেলে মেহেদী হাসান (২৩), সুরুলিয়া ইউনিয়ন শিবিরের সভাপতি কাশীপুর গ্রামের হাসান আলীর ছেলে ইমামুল হোসেন (২০), আল-আমিন ফাজিল মাদ্রাসা শাখা শিবিরের সভাপতি বাউখোলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে ইয়াসিন আরাফাত (১৯) প্রমুখ।

এ সময় তাদের কাছ থেকে ‘আন্দোলন জোরদার করার জন্য শিবিরের ভূমিকা’  শিরোনামে ৫১টি লিফলেট ও ২১টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গত ২৪ ঘণ্টায় জেলা ব্যাপী পুলিশ অভিযান চালিয়ে আরও ১০৯ জনকে আটক করেছে। দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/১১ আগস্ট ২০১৭/এম. শাহীন গোলদার/বকুল  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়