ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৮, ৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

সাতক্ষীরার সংবাদদাতা : `সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ এই প্রতিপাদ্যকে সামরে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ  উপলক্ষে শনিবার সকালে জেলা অফিসার্স ক্লাব থেকে একটি বণার্ঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এসে এক আলোচনা সভা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল,  জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা এ সময় বেশি বেশি করে গাছ রোপনের আহবান জানান। এবারের এ বৃক্ষ মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক ষ্টল স্থান পেয়েছে।



রাইজিংবিডি/সাতক্ষীরা/৪ আগস্ট ২০১৮/এম.শাহীন গোলদার/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়