ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাসচালকের সহকারী নিহত

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৯, ২৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাসচালকের সহকারী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলায় যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে ওই বাসের চালকের সহকারী আজগার আলী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার সখিপুরের ডেল্টা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজগার আলী কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

আহতদের মধ্যে রিয়াজুল ইসলাম, ইউনুস আলী, ফিরোজা বেগম, নজরুল ইসলাম ও সিরাজুল ইসলামের নাম জানা গেছে। তাদের দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি বাস দেবহাটার সখিপুরের ডেল্টা মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসচালকের সহকারী আজগর মারা যান। আহত হয় অন্তত ৩০ জন।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন-উর-রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



রাইজিংবিডি/সাতক্ষীরা/২৮ এপ্রিল ২০১৭/এম.শাহীন গোলদার/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়