ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সাতজনকে হত্যা : সোমবার খাগড়াছড়িতে সড়ক অবরোধ

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ১৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাতজনকে হত্যা : সোমবার খাগড়াছড়িতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : খাগড়াছড়ি জেলার স্বনির্ভর ও পেরাছড়া এলাকায় দুইপক্ষের গোলাগুলিতে সাতজন নিহতের প্রতিবাদে সোমবার জেলায় আধাবেলা অবরোধের ডাক দিয়েছে একাধিক পাহাড়ি সংগঠন।

পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখা এ সড়ক অবরোধ পালন করার ঘোষণা দিয়েছে।

পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২২ আগস্ট ঈদুল আজহা ও সরকারি ছুটির কথা বিবেচনা করে এই সংক্ষিপ্ত অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অ্যাম্বুলেন্স, রোগী বহনকারী যান, ফায়ার সার্ভিস, জরুরি বিদ্যুৎ-পানি ও ওষুধ সরবরাহকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

খাগড়াছড়ি জেলার সকল যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে এ শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, খাগড়াছড়িতে নিহত সাতজনের মধ্যে চারজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনের লাশ নিতে কেউ না আসায় সেগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৮/রেজাউল করিম/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়