ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাদ হত্যা : তিন আসামির মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাদ হত্যা : তিন আসামির মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাদিমুজ্জামান সাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া তিন আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া একজনের দণ্ড বহাল রেখেছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ এস এম আব্দুল মবীনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফজলুল হক খান ফরিদ।

রায়ের পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল বলেন, হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৭ জানুয়ারি সাদকে বাড়ি থেকে পিকনিকের কথা বলে অপহরণ করা হয়। ২৪ জানুয়ারি সন্দেহজনকভাবে ৩ বন্ধু শাওন, অনীক এবং বিপুকে আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী ২৫ জানুয়ারি বিকেলে মহানগরের শিরোইল মঠপুকুর এলাকার মাহমুদা বেগমের বাড়ির সেপটিক ট্যাংক থেকে সাদের অর্ধগলিত লাশ উদ্ধার হয়। এ ঘটনায় করা মামলায় রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত একই বছরের ৮ নভেম্বর তিন বন্ধু আল আওয়াল কোয়েল (২০), সুইট রেজা (২১) ও মাসুদ আলী শাওনকে (১৯) মৃত্যুদণ্ড দেন। অপর বন্ধু কায়সার আহমেদ অনীককে (২০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। নিয়ম অনুসারে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে এবং আসামিদের আপিল ও জেল আপিল করে। এসব বিষয়ে শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৮/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়