ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাভারে রকেট লঞ্চার উদ্ধার

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ১৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাভারে রকেট লঞ্চার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারের আমিনবাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে।

এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই এলাকায় নিক্ষেপ করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেছেন।

বুধবার বিকেলে আমিনবাজার এলাকার মানিকনগর বসুধা আবাসিক এলাকায় মাটির নিচে রকেট লঞ্চারটির সন্ধান পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানার আমিনবাজার ক্যাম্পের পুলিশ ঘটনা্স্থলে গিয়ে রকেট লঞ্চারটি হেফাজতে নেয়।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ  উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী রকেট লঞ্চারটি উদ্ধার করা হয়েছে। এটি বিশাল আকৃতির হওয়ায় ধারণা করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিবদমান কোনো পক্ষ এটি নিক্ষেপ করে থাকতে পারে।

রকেট লঞ্চারটি কোন ধরনের এবং এর কার্যকারিতা এখনও রয়েছে কিনা- সেটি নিশ্চিত হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। তারা রকেট লঞ্চারটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন।



রাইজিংবিডি/সাভার/১৭ জানুয়ারি ২০১৮/সাফিউল ইসলাম সাকিব/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ