ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিএমপি কমিশনারের নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২০ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিএমপি কমিশনারের নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহারের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে জনসাধারণের কাছ থেকে সাহায্য চেয়ে প্রতারণার ঘটনা ঘটেছে।

পুলিশ এই ভুয়া আইডির প্রতারকচক্রকে শনাক্ত করার ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার বিকেলে সাড়ে ৪টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ভুয়া ফেসবুক আইডিটি সচল পাওয়া গেছে।

জানা যায়, নগর পুলিশ কমিশনার ইকবাল বাহারের নাম ও ছবি ব্যবহার করে বাংলায় মোহাম্মদ ইকবাল বাহার নাম দিয়ে একটি ফেসবুক আইডি খুলে প্রতারক চক্র। ওই আইডি থেকে শুক্রবার রাত ১০টা ৫৪ মিনিটে ‘একটি গরিব মেয়ের বিয়ের জন্য কে কে সাহায্য করবেন জানান’ লিখে একটি স্ট্যাটাস দেওয়া হয়।

এরপর এই আইডি বিভিন্ন জনের নজরে এলে বিষয়টি পুলিশ কমিশনারের নজরে আনেন পুলিশ কর্মকর্তারা।

 



চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার তার নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি থেকে সাহায্য চেয়ে প্রতারণার বিষয়টি জেনেছেন বলে জানান।

পুলিশ কমিশনার বলেন, ‘আমার নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন জনের কাছে সাহায্য চাওয়া হয়েছে। এই ভুয়া ফেসবুক আইডির প্রতারককে শনাক্ত করার ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বিকেল সাড়ে ৪টার দিকে ওই ভুয়া ফেসবুক আইডিতে দেখা গেছে, চলতি বছরেই এই আইডি খোলা হয়েছে। এই ফেসবুক আইডিতে বন্ধু সংখ্যা ৫০২। আইডিতে পুলিশ কমিশনারের বিভিন্ন অনুষ্ঠানের বেশ কিছু ছবি বিভিন্ন সময়ে পোস্ট দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২০ মে ২০১৭/রেজাউল/রুহুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়