ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সিদ্দিকুরের দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিদ্দিকুরের দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষকালে তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখে মারাত্মক আঘাত লেগেছে। তিনি দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

সিদ্দিকুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্বদ্যিালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে তিন শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান ও ঢাকা কলেজের শিক্ষার্থী মাইনুল হাসানকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক সূত্র জানিয়েছে, সিদ্দিকুরের দুই চোখে আঘাত লেগেছে। এজন্য তাকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীরা দাবি করছেন, পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের সময় সিদ্দিকুর রহমান চোখে আঘাত পেয়েছেন।

তবে শাহবাগ থানার অফিসার ইনচার্জ আবুল হাসান বলছেন, ‘শিক্ষার্থীরা রাস্তা অবরোধকালে যানবাহনে ইট-পাটকেল ও ফুলের টব নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। তবে টিয়ারশেলে নয়, ছাত্রদের ছোড়া ফুলের টবের আঘাতে হয়ত আহত হয়েছেন সিদ্দিকুর।’




রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৭/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়