ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সিরাজগঞ্জে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ১০

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরাজগঞ্জে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ১০

আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের হাট সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সয়দাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রুবেল (২৮), ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ (২০), সাংগঠনিক সম্পাদক সেতু (২০), যুগ্ন-সম্পাদক মুক্তার, ছাত্রলীগ কর্মী মিঠু ও শরীফের নাম জানা গেছে।

সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম রাজার দাবি,  হাট সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বৈঠক চলছিল। এ সময় ইউপি চেয়ারম্যান নবিদুল ও তার ভাই আব্দুল মমিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ছাত্রলীগ নেতা সবুজসহ অন্যান্যদের মারপিট করে। এতে রুবেল ও সবুজসহ অন্তত ৭ জন আহত হয়। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সয়দাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে ডিগ্রির চর গ্রামের মজিবর রহমান ও হাট সারটিয়া গ্রামের সন্তোষ প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। দুপুরে কমিটি গঠন নিয়ে মজিবর রহমানের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ বহিরাগত সন্ত্রাসী নিয়ে সন্তোষ গ্রুপের ওপর হামলা চালায়। পরে সন্তোষ গ্রুপের লোকজন পাল্টা হামলা চালালে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, ওই স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে কতজন আহত হয়েছেন সে বিষয়টি জানাতে পারেননি ওসি।



রাইংজিংবিডি/সিরাজগঞ্জ/১৬ মার্চ ২০১৬/অদিত্য রাসেল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়