ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিরিয়ায় বিস্ফোরণে নিহত ২৩

শামিমা নাসরীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৯, ৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরিয়ায় বিস্ফোরণে নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজাভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, একটি ছোট বিদ্রোহী দলের সদর দপ্তরে এ বিস্ফোরণ হয়।

নিহতদের মধ্যে সাত জন বেসামরিক লোক বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, এটি গাড়িবোমা বিস্ফোরণ, আবার কেউ বলছে, এটি ড্রোন হামলা হতে পারে।

সিরিয়ায় যুদ্ধ পর্বেক্ষণকারী অবজারভেটরি জানায়, ধসে পড়া ভবন ও তার আশপাশের ভবন থেকে উদ্ধারকারী দল মরদেহ ও আহতদের বের করে আনছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ওই বিদ্রোহী গ্রুপের নাম আজনাদ আল-কাউকাজ। এই গ্রুপে শত শত এশীয় যোদ্ধারা কাজ করে। আল-কায়েদার সাবেক শাখা ফতেহ আল-শাম ফন্টের পাশাপাশি এরা য়ুদ্ধ করছে। গত বছর সিরীয় সেনাবাহিনীকে প্রতিহত করতে এই গ্রুপ কাজ শুরু করে।

তুরস্কের সীমান্তসংলগ্ন ইদলিব প্রদেশই হলো প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের শক্তিশালী ঘাঁটি। ২০১৫ সালে সিরিয়ার সেনাবাহিনীর কাছ থেকে ইদলিব দখল করে বিদ্রোহী দল। ওই সময় ইদলিব একমাত্র প্রদেশ ছিল, যা সম্পূর্ণ বিদ্রোহীদের দখলে ছিল। তবে সিরীয় সেনাবাহিনী ও তাদের মিত্ররা ইদলিব ও প্রতিবেশি প্রদেশ হামা ফিরে পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। 

দামেস্কো ও আলেপ্পোর মধ্যকার কেন্দ্রীয় সড়ক সিরীয় সেনাবাহিনী দখল করায় কয়েক সপ্তাহ ধরে ইদলিবে ভয়াবহ সংঘর্ষ হচ্ছে।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৮/এসএন/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়