ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিলেটে ছাত্রলীগের ৫ অস্ত্রধারী কারাগারে

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ১৯ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে ছাত্রলীগের ৫ অস্ত্রধারী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে ছাত্রলীগের পাঁচ অস্ত্রধারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালত এ আদেশ দেন।

সিলেট এমসি কলেজে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছাত্রদলের মিছিলে ধাওয়া করার ঘটনায় দায়েরকৃত মামলায় তাদের জেলহাজতে পাঠানো হয়।

আদালতের আইনজীবী রশিদুল ইসলাম রাশেদ জানান, গত ৩০ জানুয়ারি এমসি কলেজে ছাত্রদলের মিছিলে অস্ত্র উঁচিয়ে ধাওয়া করেছিল কয়েকজন। বিষয়টি জেনে আদালত স্বপ্রণোদিত হয়ে ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। তার মধ্যে পাঁচজন আজ আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত।

আত্মসমর্পণকারীরা হলেন- সিলেট মহানগরীর শাহপরান থানার সাদিপুরের তারেক আহমদ (২৩), একই থানার মিরাপাড়ার সালমান অপু ওরফে শামসুল ইসলাম অপু (২৪), মোগলাবাজার থানার দাউদপুরের আলতাফুর রহমান মুরাদ (২৩), সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদীপুরের রবিউল হাসান (২২) ও মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরবাগ গ্রামের সৌরভ আচার্য (২৬)।

এরা এমসি কলেজের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এদিকে পরোয়ানাভুক্ত কানাইঘাট উপজেলার ফকিরেরগাঁওয়ের আপন (২৩) এখনও পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, প্রায় এক যুগ পর জানুয়ারি মাসে এমসি কলেজ ছাত্রদল শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়। এ উপলক্ষে ৩০ জানুয়ারি ক্যাম্পাসে আনন্দ মিছিলের আয়োজন করে ছাত্রদল। ওই মিছিলে ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী প্রকাশ্যে দা, রড উঁচিয়ে ধাওয়া করেন।

এ ঘটনায় ওইদিনই বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এবং পরদিন স্থানীয় ও জাতীয় পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশিত হয়।

বিষয়টি নজরে আসায় সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো ফৌজধারী কার্যবিধির (কোড অব ক্রিমিনাল প্রসিডিওর) ১৮৯৮ এর ২৫ ধারা অনুসারে ওই ধাওয়াকারী ব্যক্তিদের চিহ্নিত করতে পুলিশকে নির্দেশ দেন। এ ছাড়া সাত দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেন তিনি।

গত ১৩ ফেব্রুয়ারি মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সদর) শাহরিয়ার আল মামুন আদালতে প্রতিবেদন দাখিল করেন।

এরপর ১৫ ফেব্রুয়ারি আদালত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এমসি কলেজের ওই ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশে দ্রুতবিচার আইনে মামলা  রেকর্ড করা হয়।



রাইজিংবিডি/সিলেট/১৯ মার্চ ২০১৭/কামাল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়