ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিলেটে ছয় কোটি টাকার মাদক ধ্বংস

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ১৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে ছয় কোটি টাকার মাদক ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে প্রায় ছয় কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

রোববার দুপুরে সিলেটে ৫ বিজিবির ক্যাম্পে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। গত প্রায় এক বছরে এসব মাদকদ্রব্য আটক করেছিল বিজিবি।

৪১ বিজিবির উপপরিচালক মেজর শাহেদ মেহের, ৫ বিজিবির সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম ফকির ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি সূত্র জানায়, তিন হাজার ২৩৫ বোতল বিয়ার, ৭৪৩ বোতল ফেনসিডিল, জেনিসিডিল ৫৫৫ বোতল, ২০৫ বোতল বাংলা মদ এবং ২৪০০ কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত এসব মাদকের মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য আটক করা হয়।



রাইজিংবিডি/সিলেট/১৫ জানুয়ারি ২০১৭/রফিকুল ইসলাম কামাল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়