ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটে প্রাক্তন সাংসদের গাড়িতে হামলা

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে প্রাক্তন সাংসদের গাড়িতে হামলা

হামলায় সাংসদের ক্ষতিগ্রস্ত গাড়ি

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে পরিবহন শ্রমিকরা।

শনিবার বেলা ৩টার দিকে নগরীর উপশহরে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা উপশহরে মাইক্রোবাস সমিতির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা মাইক্রোবাস শ্রমিক সমিতি। ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে দুপুরে নগরীর নাইওরপুলস্থ পুলিশ কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রাজনীতিবিদ ও পরিবহন শ্রমিক নেতারা বৈঠকে বসেন। বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে শফিকুর রহমান চৌধুরী গাড়ি নিয়ে বেরিয়ে উপশহর পয়েন্টের কাছে আসার পর পরিবহন শ্রমিকরা তার গাড়িতে হামলা চালায়। হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় শফিক চৌধুরীর গাড়ি।

এ ব্যাপারে শফিকুর রহমান চৌধুরী বলেন, বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের পর আমি যাওয়ার সময় গাড়িতে হামলা চালায় পরিবহন শ্রমিকরা।

এদিকে শফিক চৌধুরীর গাড়িতে হামলার সংবাদে ঘটনাস্থলে উপস্থিত সিলেট-২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী প্রমুখ।

এ ছাড়া যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন।

একপর্যায়ে উপশহরে মাইক্রোবাস সমিতির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।



রাইজিংবিডি/সিলেট/১৮ ফেব্রুয়ারি ২০১৭/কামাল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়