ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সিলেটে বন্যায় প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

শাকির হোসাইন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে বন্যায় প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

সিলেট সংবাদদাতা : ভারি বৃষ্টিপাত, শিলা বৃষ্টি ও আকস্মিক বন্যায় সিলেটে আবাদকৃত ৮৩,০৬৫ হেক্টর ফসলী জমির মধ্যে ৬৪,৪৫৪ হেক্টর জমির বোরো ও সবজি পানিতে তলিয়ে গেছে।

এতে প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন।

বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে ক্ষতিগ্রস্তদের চার হাজার ৯০০ মেট্রিক টন চাল ও সাত কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান।

তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ১৩টি উপজেলার জমি চাষে ক্ষতিগ্রস্ত ৪৭ হাজার ২৫০টি কৃষক পরিবারের কাছে ভিজিএফ কার্ড প্রদান করা হবে। এ ছাড়া মৎস্যজীবী দুই হাজার ৭৫০টি পরিবারকেও একই সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, ভিজিএফ কার্ডধারী প্রতিটি পরিবার প্রতি মাসে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে পাবেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/সিলেট/২৬ এপ্রিল ২০১৭/শাকির হোসাইন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়