ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হতাহতদের কেউ কেউ সন্দেহের তালিকায়

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ২৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হতাহতদের কেউ কেউ সন্দেহের তালিকায়

রফিকুল ইসলাম কামাল, সিলেট : সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানা আতিয়া মহলের অদূরে বোমা বিস্ফোরণে হতাহত ব্যক্তিদের কেউ কেউ পুলিশের সন্দেহের তালিকায় রয়েছেন। বোমা বিস্ফোরণের সঙ্গে এদের কেউ জড়িত কি না, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

গত শনিবার রাতে ওই বোমা বিস্ফোরণে ছয় জন নিহত হন। ঘটনাস্থলেই মারা যান চার জন। বাকিরা ওসমানী হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহত হন ৪৪ জন।

নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। তারা হলেন- নগরীর জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও আদালতে পুলিশের পরিদর্শক চৌধুরী মো. আবু কায়সার। অন্যরা হলেন- সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ওয়াহিদুল ইসলাম অপু ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিম, নেত্রকোনার শহীদুল ইসলাম ও সুনামগঞ্জের ছাতকের দয়ারবাজার এলাকার কাদিম শাহ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শহীদুল ইসলাম ও কাদিম শাহ সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় প্রাইম লাইটিং অ্যান্ড ডেকোরেটর নামে একটি প্রতিষ্ঠান চালাতেন।

হামলায় নিহত ছয় জনের মধ্যে ওসমানী হাসপাতাল থেকে পুলিশের অনুমতি সাপেক্ষে চার জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুজনের ব্যাপারে তদন্ত করছে পুলিশ। এ দুজন বোমা হামলার সঙ্গে সম্পৃক্ত কি না, সে বিষয়টি নিশ্চিত হতে চাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, হামলায় আহত কয়েকজনের ওপর নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বোমা বিস্ফোরণে নিহতদের মধ্যে কাউকে সন্দেহ করা হচ্ছে কি না, এ প্রশ্নের জবাবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন বলেন, ‘তদন্ত করে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। নিহতদের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিলেটের বাইরের যে দুজন নিহত হয়েছেন, তাদের ব্যাপারেও অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধান শেষে তাদের লাশ হস্তান্তর করা হবে।’

ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আহতদের ব্যাপারেও খোঁজ-খবর নেওয়া হচ্ছে। পুরো বিষয়টি তদন্তাধীন আছে। আমরা হামলাকারীদের শনাক্ত করার ব্যাপারে আশাবাদী।’



রাইজিংবিডি/সিলেট/২৬ মার্চ ২০১৭/কামাল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়