ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট মহানগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ।

কসটেপে মোড়ানো ওই বস্তুটিকে ঘিরে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ বোমাসদৃশ বস্তুর আশপাশ এলাকা ক্রাইম সিন হিসেবে ঘিরে রেখেছে।

সিলেট মহানগরীর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি এনামূল হক জানান, শাহী ঈদগাহে ‘এনাম এন্টারপ্রাইজ’ নামে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে শাটারের সামনে কালো কসটেপে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন দেন।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, বোমাসদৃশ বস্তুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শাহী ঈদগাহ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে হাজারীবাগ গলির মুখ পর্যন্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। বস্তুটির আশপাশ এলাকা ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখা হয়েছে। কসটেপে মোড়ানো বস্তুটি বোমা কি-না তা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিভূতিভূষণ ব্যানার্জী বলেন, বোমা ডিসপোজাল টিম আসার পর বস্তুটি উদ্ধার করে বোমা কি না তা নিশ্চিত হওয়া যাবে।




রাইজিংবিডি/সিলেট/৩০ মার্চ ২০১৭/কামাল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়