ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটে ৭টি ‘বোমা মেশিন’ ধ্বংস

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে ৭টি ‘বোমা মেশিন’ ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, সিলেট : দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে পরিবেশ বিধ্বংসী সাতটি ‘বোমা মেশিন’ ধ্বংস করেছে টাস্কফোর্স। একই সঙ্গে পাথর উত্তোলনে ব্যবহৃত এক হাজার ফুট পাইপও ধ্বংস করা হয়েছে।

বুধবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী বিজেন ব্যানার্জির নেতৃত্বে চলা অভিযানে রেলওয়ে পুলিশ, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা অংশ নেন।

পাথর কোয়ারিতে ‘বোমা মেশিন’ ব্যবহারের উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। অভিযানে মেশিন ও পাইপ হাতুড়ি দিয়ে ভেঙে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।  তবে, মেশিন মালিকরা এর আগেই সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরিবেশ বিধ্বংসী বোমা মেশিনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি।



রাইজিংবিডি/সিলেট/১৫ মে ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়