ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সুধীন দাশের মৃত্যুতে স্পিকারের শোক

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ২৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুধীন দাশের মৃত্যুতে স্পিকারের শোক

সংসদ প্রতিবেদক: প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও বিশিষ্ট নজরুল গবেষক সুধীন দাশের মৃত্যুতে জাতীয় সংসদের   স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি  শোক প্রকাশ করেছেন।

শোক বাণীতে স্পিকার বলেন, দেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও বিশিষ্ট নজরুল গবেষক সুধীন দাশ ছিলেন সঙ্গীতাজ্ঞনের একটি উজ্জল নক্ষত্র। তাঁর মৃত্যুতে  দেশ সঙ্গীত জগতের  কজন দিকপালকে হারাল। তার মৃত্যুতে সঙ্গীতাজ্ঞনের যে ক্ষতি হয়েছে তা অপূরনীয়।

স্পিকার তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ ছাড়া সুধীন দাশের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া   এবং বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সুধীন দাশ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গান গাওয়ার পাশাপাশি সুরকার ও সংগীত পরিচালনা করেছেন। কাজী নজরুল ইসলামের গানের স্বরলিপি তৈরি করেছেন তিনি। মৃত্যুকালে একুশে পদক পাওয়া ওই শিল্পীর বয়স হয়েছিল ৮৭ বছর।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৭/এম এ রহমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়