ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সুনামগঞ্জে জলমহাল নিয়ে সংঘর্ষ, নিহত ৩

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুনামগঞ্জে জলমহাল নিয়ে সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সুনামগঞ্জের দিরাইয়ে জলমহালের মালিকানা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত তিন জন নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারালিয়ায় এই ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- জারালিয়া গ্রামের ছানাউল্লাহর ছেলে তাজুল ইসলাম (৩৫), পার্শ্ববর্তী আকিলনগর গ্রামের ইছাক মিয়ার ছেলে শাহারুল ইসলাম (২২) ও আমানুল্লাহর ছেলে উজ্জ্বল মিয়া (৩০)।

পুলিশ সূত্র জানায়, জারালিয়া গ্রামের একরাম চৌধুরী ও মাসুদ মিয়া গংদের মধ্যে স্থানীয় একটি জলমহালের মালিকানা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে দুপুরে জলমহালে মাছ ধরা নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে তাজুল, শাহারুল ও উজ্জ্বলসহ আরে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত তাজুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে শাহারুল ও উজ্জ্বলকে সিলেট ওসমানী হাসপাতালে আনার পর বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল সংঘর্ষে তিন জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।



রাইজিংবিডি/সিলেট/১৭ জানুয়ারি ২০১৭/কামাল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়