ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ১৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুন্দরবনে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক

সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু রবিউল বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মালঞ্চ নদী সংলগ্ন চালতেবাড়িয়া খাল থেকে জেলেরা তাদের আটক করে যৌথবাহিনীর কাছে হস্তান্তর করে। এ সময় তাদের কাছ থেকে চারটি অস্ত্র ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বন্দুক ও তিনটি রাইফেল।

আটককৃত বনদস্যুরা হলেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মকবুল হাওলাদারের ছেলে মনিরুল ইসলাম হাওলাদার (২৬) ও আশাশুনি উপজেলার মীর্জাপুর গ্রামের নূর ইসলামের ছেলে গোলাম রসুল (২৩)।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল মান্নান বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সুন্দবনের মালঞ্চ নদী সংলগ্ন চালতাবাড়িয়া খালে একদল বনদস্যু জেলেদের ওপর হামলা করে। জেলেরা তাদের প্রতিহত করার জন্য পাল্টা হামলা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টাহামলার ঘটনা ঘটে। পরে জেলেরা ওই দুই বনদস্যু আটক করে।



রাইজিংবিডি/সাতক্ষীরা/১৫ জুন ২০১৭/এম.শাহীন গোলদার/উজ্জল 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়