ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুন্দরবনে কার্গোডুবি : ৩৮ ঘণ্টা পরও শুরু হয়নি উদ্ধার কাজ

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুন্দরবনে কার্গোডুবি : ৩৮ ঘণ্টা পরও শুরু হয়নি উদ্ধার কাজ

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় ৮২৫ টন (স্লাগ) সিমেন্ট তৈরীর কাঁচামাল নিয়ে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধার হয়নি।

ডুবে যাওয়ার ৩৬ ঘণ্টা পরও উদ্ধার কাজ শুরু করতে পারেনি কার্গোর মালিক কৃর্তৃপক্ষ।

রোববার দিবাগত রাত ১২টার দিকে মোংলা বন্দরের পশুর নদীর হারবাড়িয়া চ্যানেলে স্লাগবোঝাই এমভি সেবা নামের কার্গোটির তলা ফেটে ডুবে যায়।
 

ডুবে যাওয়া কার্গো উদ্ধারে মালিক পক্ষকে নির্দেশ দেওয়া হলেও মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত উদ্ধার কাজ শুরু করতে পারেনি তারা। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার মো. ওয়ালিউল্লাহ বলেন, সাইপ্রাসের পতাকাবাহী অ্যাটাকি এসবি নামে একটি মাদার ভ্যাসেল থেকে স্লাগ নিয়ে খুলনার একটি সিমেন্ট কারখানায় যাচ্ছিলো সেবা নামে কার্গোটি। ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে কার্গোর মালিক পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা উদ্ধার কাজ করবে। তবে ওই কার্গো ডুবির কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।
 

হারবার মাস্টার আরো বলেন, কার্গো জাহাজের মালিক পক্ষ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে। দ্রুত সময়ে মধ্যে তারা কার্গোটি উদ্ধার করে নিবেন।



রাইজিংবিডি/বাগেরহাট/৬ জুন ২০১৭/আলী আকবর টুটুল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ