ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু গোলাগুলি, অপহৃত জেলে উদ্ধার

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৬, ২৫ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু গোলাগুলি, অপহৃত জেলে উদ্ধার

সাতক্ষীরা সংবাদদাতা: সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় অপহৃত একজন জেলেসহ ৪টি বন্দুক উদ্ধার করতে সমর্থ হয়েছে কোস্টগার্ড।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি খাল এলাকায় বুধবার বিকালে এই গোলাগুলির ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেকে স্থানীয় চুনকুড়ি ইউপি সদস্য আনারুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের কৈখালী স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বনদস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়ে। জবাবে পাল্টা গুলি ছুড়তে থাকলে বনদস্যুরা গভীর জঙ্গলে পালিয়ে যায়। এসময় কোস্টগার্ড একটি কাঠের বোটসহ শ্যামনগর থেকে অপহৃত জেলে জাকের মোড়লের ছেলে রুহুল আমিনকে উদ্ধার করে।

কোস্টগার্ড দেশে তৈরি ৪টি একনালা বন্দুকও উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত বন্দুকগুলো শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।




রাইজিংবিডি/সাতক্ষীরা/২৫ অক্টোবর ২০১৮/এম.শাহীন গোলদার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়