ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সুন্দরবনে বনদস্যুদের আস্তানায় র‌্যাবের অভিযান

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুন্দরবনে বনদস্যুদের আস্তানায় র‌্যাবের অভিযান

সাতক্ষীরা প্রতিনিধি : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছি এলাকায় বনদস্যুদের আস্তানায় অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

সোমবার সকালে ছোট কলাগাছি এলাকার পশুরতলা খালে এ অভিযান শুরু হয়।

এ সময় বনদস্যুদের সঙ্গে র‌্যাবের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বনদস্যু নূর বাহিনীর প্রধান নূরসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় চারটি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান বিষয়টি নিশ্চিত করে জানান, পরে বিস্তারিত জানানো হবে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, র‌্যাব সদস্যারা দুই বনদস্যুকে গ্রেপ্তার করে লোকালয়ে নিয়ে এসেছে।

বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।

 

 

 

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/১৩ ফেব্রুয়ারি ২০১৭/এম.শাহীন গোলদার/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়