ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সুপ্রিম কোর্টের শীর্ষ ১০ কর্মকর্তাকে বদলির অনুমোদন

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ১৫ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুপ্রিম কোর্টের শীর্ষ ১০ কর্মকর্তাকে বদলির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, প্রধান বিচারপতির একান্ত সচিব, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রারসহ সুপ্রিম কোর্ট প্রশাসনের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলির অনুমোদন দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা।

রোববার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি উল্লিখিত কর্মকর্তাদের বদলির অনুমোদন দেন।

সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারের কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, হাইকোর্টের রেজিস্ট্রার সৈয়দ দিলদার হোসেনকে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক, অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজকে লালমনিরহাটের অতিরিক্ত জেলা জজ, প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমানকে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা জজ, অতিরিক্ত রেজিস্ট্রার জাবেদ হোসাইনকে রংপুরের নারী-শিশু ট্রাইব্যুনালের বিচারক, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুনাভ চক্রবর্তীকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার ফারজানা ইয়াসমিনকে পিরোজপুরের যুগ্ম জেলা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার কামাল আহমেদ শিকদারকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা জজ, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) আজিজুল হককে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা জজ ও প্রধান বিচারপতির বিশেষ কর্মকর্তা ইসমাঈল হোসেনকে বরগুনাতে বদলির জন্য অনুমোদন দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৫ অক্টোবর ২০১৭/মেহেদী/সাইফ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়