ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা সোমবার

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ১৫ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা সোমবার

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা ডেকেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞা।

রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে আগামীকাল সোমবার বিকেলে এ সভা বসছে।

ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল বিকেল চারটায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিগণের অংশগ্রহণে অত্র কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

দীর্ঘ অবকাশ শেষে গত ৩ অক্টোবর সুপ্রিম কোর্ট খোলার প্রথম দিনেও ফুলকোর্ট সভা বসেছিল। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কার্যক্রমও শুরু হয়েছিল ওই দিন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন প্রথম ফুলকোর্ট সভায় ওইদিন বিচার বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল ও সমুন্নত রাখতে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার জন্য সুপ্রিম কোর্টের সব বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি।

ফুলকোর্ট সভায় বিচার প্রশাসন বিষয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নেয়া হয়ে থাকে। পরিবর্তিত পরিস্থিতিতে আগামীকালের ফুলকোর্ট সভাকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন জ্যেষ্ঠ আইনজীবীসহ বিচারাঙ্গণ সংশ্লিষ্টরা।



রাইজিংবিডি/ঢাকা/১৫ অক্টোবর ২০১৭/মেহেদী/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়