ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাইলে ইভিএম’

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ২৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাইলে ইভিএম’

ফরিদপুর প্রতিনিধি : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, ‘ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ ও আস্থার। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাইলে ইভিএম পদ্ধতিকেই বেছে নিতে হবে। কারণ ইভিএম পদ্ধতিতে ভোট চুরির কিংবা জাল ভোট প্রদানের কোনো সুযোগ নেই।’

শনিবার দুপুরে ফরিদপুরের কবি জসিম উদদীন হলে আয়োজিত ইভিএম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘এই মুহূর্তে সেনা মোতায়েনের কোনো চিন্তা-ভাবনা নেই। তফসিল ঘোষণার পর পরিবেশের ওপর নির্ভর করবে, সেনা মোতায়েন করা হবে কি না।’

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনের পরিচালক ফরহাদ হোসেন, পুলিশ সুপার মো. জাকির হোসেন খাঁন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামন তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. আলাউদ্দিন বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে ইভিএমের মাধ্যমে প্রতীকী ভোটগ্রহণ করা হয়।

 

 

 

রাইজিংবিডি/ফরিদপুর/২৭ অক্টোবর ২০১৮/মো. মনিরুল ইসলাম টিটো/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়