ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সুষ্ঠু নির্বাচনে বাধা আসলে ব্যবস্থা : রফিকুল

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুষ্ঠু নির্বাচনে বাধা আসলে ব্যবস্থা : রফিকুল

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সুষ্ঠু নির্বাচনে কোনো ধরনের বাধা আসলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ।

সোমবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলায় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

রফিকুল ইসলাম আরো বলেন, নির্বাচনে কোনো ধরনের সংঘাত আমাদের কারোরই কাম্য নয়। নির্বাচনে যাতে সংঘাত, সংঘর্ষ না হয়, সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।

উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রোববার সংঘর্ষে এক কিশোর নিহত ও আজ সোমবার আহত আরেক ব্যক্তির মৃত্যুর ঘটনায় রফিকুল ইসলাম ওসমানীনগরে আসেন। তিনি নির্বাচনের সব প্রার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন।

এ সময় সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এইচ এম  আজহারুল হক, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ৬ মার্চ ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/সিলেট/২৭ ফেব্রুয়ারি ২০১৭/কামাল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়