ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সূচকের উত্থানে লেনদেন চলছে

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ১৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূচকের উত্থানে লেনদেন চলছে

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় পুঁজিবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে।

এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সূচকের উত্থান হয়েছে বেশি। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১২ পয়েন্টে অবস্থান করছে। এই সময়ে ডিএসইতে ৪৬৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রথম ঘণ্টায় ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর।

এদিকে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৫৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৩৩ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৩৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৭/আশিক/হাসান/ইভা/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়