ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সূচকের উত্থানে লেনদেন চলছে

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সূচকের উত্থানে লেনদেন চলছে

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের বড় ধরনের উত্থানে লেনদেন চলছে।

এ ছাড়া টানা ছয় কার্যদিবস উত্থানের মধ্যে দিয়ে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সাড়ে ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে।

আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে অবস্থান করছে। এই সময়ে ডিএসইতে ৬৪৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিশ্লেষণে দেখা যায়, প্রথম ঘণ্টায় ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২০৬টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি শেয়ারের দর।

এদিকে ডিএসইএক্স ডিএসইএস বা শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৬৬ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের দ্বিতীয় ঘণ্টায় সিএসইতে ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/আশিক/হাসান/ইভা/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়