ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সেই ছাত্রীর পরীক্ষায় অংশগ্রহণ

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেই ছাত্রীর পরীক্ষায় অংশগ্রহণ

ফেনী প্রতিনিধি : বখাটের ছুড়া তরল চুন চোখে পড়ে আহত পরীক্ষার্থী নুসরাত জাহান রাফী (১৬) পরীক্ষায় অংশ নিয়েছে।

বৃহস্পতিবার সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সে পরীক্ষা দেয়।

নুসরাত সোনাগাজীর খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী।

নুসরাতের মা শিরিনা আক্তার জানান, চোখে প্রচণ্ড জ্বালাপোড়া থাকা সত্বেও নুসরাতের আগ্রহের কারণে আমরা চট্রগ্রামের পাহাড়তলীর চক্ষু হাসপাতাল থেকে তাকে পরীক্ষা দিতে এনেছি। পরীক্ষা শেষে পুনরায় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাবো।

সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান জানান, নুসরাত সাহসিকতার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা নুসরাতের পাশে আছি, থাকবো। নুসরাতের ওপর চুন নিক্ষেপকারী বখাটেকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বুধবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সোনাগাজী কাশ্মির বাজার সড়কে গরম তরল চুন ছুড়ে মারেন এক বখাটে।



রাইজিংবিডি/ফেনী/২৩ ফেব্রুয়ারি ২০১৭/সৌরভ পাটোয়ারী/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়