ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেই নায়ক রাজকেই সংবর্ধনা দেবে পরিচালক সমিতি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ২৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেই নায়ক রাজকেই সংবর্ধনা দেবে পরিচালক সমিতি

রাজ্জাক

বিনোদন প্রতিবেদক : দেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক। মহান মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে নির্মিত ‘ওরা ১১ জন’ সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। প্রযোজনা করেন মাসুদ পারভেজ।

নায়ক রাজ রাজ্জাকসহ এ সিনেমার জীবিত কলাকুশলীদের সংবর্ধনা দিতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আজ মঙ্গলবার বিএফডিসির মান্না কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

এ সময় তিনি জানান, আগামী ২৫  মে ‘ওরা ১১ জন’  সিনেমার জীবিত কলাকুশলীদের সংবর্ধনা দেওয়া হবে। এর আগে সমিতির উদ্যোগে জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ সিনেমার কলাকুশলীদের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। 

সংবাদ সম্মেলনে গুলজার বলেন, ‘রাজ্জাক সাহেবের সঙ্গে যে বিষয়টি ঘটেছে তা তিল থেকে তাল করে প্রকাশ করা হয়েছে। যতটা না ঘটেছে তার থেকে বেশি প্রচার করা হচ্ছে। এটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি রাজ্জাক সাহেবের সঙ্গে কথা বলেছি। তিনি আমার সঙ্গে কথা দিয়েছেন ২৫ তারিখ অনুষ্ঠানে আসবেন। সংবর্ধনায় অংশ নেবেন। তিনি আসলে এ বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলে মীমাংসা করে ফেলব। এ ছাড়া খসরু, হাসান ইমাম, মাসুদ পারভেজসহ অন্যান্য যারা এখনো বেঁচে আছেন তাদের উপস্থিত রাখার চেষ্টা করব।’

তিনি আরো বলেন, ‘শুনেছি শাবানা ম্যাডাম দেশে আসছেন। তিনি দেশে এলে তাকেও এ অনুষ্ঠানে উপস্থিত করার সর্বাত্মক চেষ্টা করব।’

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, শাহীন সুমন, কবিরুল ইসলাম রানাসহ অন্যান্য পরিচালকরা।

কিছুদিন আগে পরিচালক সমিতির কার্যালয়ে সমিতির মহাসচিব বদিউল আলম খোকন নায়ক রাজকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ নিয়ে পরিচালক গাজী মাহবুবের সঙ্গে তার বাকবিতণ্ডা হয় বলে অভিযোগ করেন গাজী মাহবুব। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই পরিচালক সমিতির এই উদ্যোগ প্রশংসনীয়।  

আরো পড়ুন :

‘দেখছি না চোখ বন্ধ করে রেখেছি’



রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়