ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সেই মাইকগুলো বন্ধ করল দক্ষিণ কোরিয়া

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেই মাইকগুলো বন্ধ করল দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : সম্পর্কের দুঃসময়ে উত্তর কোরিয়াকে লক্ষ্য করে সীমান্ত এলাকায় দেশটি সম্পর্কে বিরূপ মতবাদ ছড়াতে সশব্দে বেশ কিছু মাইক চালাত দক্ষিণ কোরিয়া। এবার দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নতির হাওয়ায় সেই মাইকগুলো বন্ধ করে দিয়েছে সিউল।

আগামী শুক্রবার উত্তরের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। সেই বৈঠককে সামনে রেখেই সোমবার লাউডস্পিকারে মাইক বাজানো বন্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসব মাইকে কে-পপ মিউজিক থেকে শুরু করে উত্তর কোরিয়ার সমালোচনা করে নানা সংবাদ উচ্চ শব্দে পরিবেশন করা হতো। এটি উত্তর কোরিয়ার জন্য অনেকটা নাকের ওপর বিষ ফোঁড়ার মতো ছিল। উত্তর কোরিয়ার সীমান্তবর্তী সামরিক ঘাঁটি ও বেসামরিক এলাকা থেকে ওই মাইকের শব্দ শোনা যেত।

সিউল প্রত্যাশা করছে, মাইকগুলো বন্ধ করার ইতিবাচক প্রভাব শুক্রবারের আলোচনায় পড়বে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া ও তার মৈত্রীদের সমালোচনা করে সীমান্তে মাইক বাজানোর ব্যবস্থা উত্তর কোরিয়ারও রয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার এ পদক্ষেপের পর উত্তর কোরিয়াও একই পথে হাঁটবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়