ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিস্ফোরক ব্যাটিংয়ে অলোকের ডাবল সেঞ্চুরি

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৭, ৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিস্ফোরক ব্যাটিংয়ে অলোকের ডাবল সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক: মধ্যাহ্ন বিরতির আগে সিলেট বিভাগের অলোক কাপালির রান ৯৪। চা-বিরতির আগে ২০০! সত্যিই তাই। প্রথমে সেঞ্চুরি, পরে ডাবল সেঞ্চুরি!

 

২০৪ রানে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি তুলে নেওয়ার পর পরবর্তী ৬২ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির স্বাদ নেন অলোক। সেঞ্চুরি হাঁকাতে ৭ চার ও ২টি ছক্কা মেরেছিলেন অলোক। পরবর্তী ১০০ রান পেতে রীতিমত তাণ্ডব চালিয়েছেন। ১২টি চার ও ১০টি ছক্কায় ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ডানহাতি এ ব্যাটসম্যান।

 

চা-বিরতির আগে শেষ ওভারে ১৪ রান নিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন অলোক। কাজী কামরুল ইসলামের দ্বিতীয় বলে ২ রান নিয়ে ১৮৬ থেকে ১৮৮ তে পৌঁছান তিনি। তৃতীয় বলে অলোকের ব্যাট থেকে আসে ছক্কার মার। এরপর শেষ বলে অলোক ইনিংসের দশম ছক্কা হাঁকিয়ে মাইলফলকে পৌঁছান। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন সিলেটের অভিজ্ঞ এ ব্যাটসম্যান।

 

 

তার ব্যাটে ভর করে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে ৭ উইকেটে ৫৫৫ রান করেছে সিলেট। অলোকের ২০০ রানের পাশাপাশি ইমতিয়াজ আহমেদ ১৩৪ ও জাকের আলী ৭৮ রান করেন।

 

এদিকে এ সেঞ্চুরিতে তুষার ইমরানের পাশে বসেছেন অলোক। ঘরের মাঠে দুজনের প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা ১৭টি। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অলোকের সেঞ্চুরি ১৯টি। তুষারের ২০টি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ জানুয়ারি ২০১৭/ইয়াসিন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়