ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘সেবার মান ও জবাবদিহিতা বাড়াতেই আগাম পরিকল্পনা’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ২০ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সেবার মান ও জবাবদিহিতা বাড়াতেই আগাম পরিকল্পনা’

সচিবালয় প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সেবার মান বৃদ্ধি ও জবাবদিহিতা বাড়াতে আগাম পরিকল্পনার কোনো বিকল্প নেই।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম ও ২০৪১ সালের মধ্যে উন্নত আয়ের দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন সংস্থার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করা হয়েছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার জনগণকে দক্ষ সেবা দিতে অঙ্গীকারবদ্ধ। সত্যিকার অর্থে সেবার মান বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করতে চুক্তি করা হয়েছে।

তিনি বলেন, মন্ত্রণালয়ের নীতি ও কৌশলপত্র এবং সরকারের নির্বাচনী ইশতেহার ও ঘোষিত কর্মসূচির আলোকে মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর ও সংস্থার সঙ্গে চুক্তিসমূহ প্রণয়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ আওতাধীন দপ্তর/ সংস্থার প্রধানদের সঙ্গে এ চুক্তি করেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ ‍জুন ২০১৭/আসাদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ