ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সোনা পাচারের অভিনব কৌশল

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ২৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনা পাচারের অভিনব কৌশল

নিজস্ব প্রতিবেদক : অভিনব কৌশলে পাচারকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৫ লাখ টাকার সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছে লেডিস হ্যান্ডব্যাগের সাথে থাকা ২০টি রিংয়ের ভেতর লুকানো প্রায় পৌনে ১ কেজি সোনা জব্দ করেছে সংস্থাটি। ব্যাগের রিংগুলো দেখতে সাধারণ রিংয়ের মতোই ছিল।

এ বিষয়ে ঢাকা কাস্টমসের সহকারী পরিচালক এইচ এম আহসানুল কবির রাইজিংবিডিকে জানান, শারজাহ থেকে আসা সুমন হোসাইনের কাছ থেকে ওই সোনা উদ্ধার করা হয়। তার বহন করা বস্তার মধ্যে পাওয়া যায় তিনটি লেডিস হ্যান্ডব্যাগ। ব্যাগ ও বেল্টের রিংয়ে সোনার অস্তিত্ব টের পাওয়ায় লাগেজসহ যাত্রীকে ব্যাগেজ কাউন্টারে পাঠানো হয়। ব্যাগের রিং সাধারণ রিংয়ের মতো রুপালি রঙের চকচকে হওয়ায় প্রথমে বোঝা যায়নি রিংগুলো আদৌ সোনা কি না। পরে স্বর্ণকার দিয়ে নমুনা পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

তিনি আরো জানান, ৩৪ বছর বয়সি ওই যাত্রীর বাড়ি মাদারীপুর। ২০টি রিংয়ের ওজন ৭৭৫ গ্রাম। জব্দকৃত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়