ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সোনাইমুড়িতে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনাইমুড়িতে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বজ্রপাতে চাচা-ভাতিজা নিহত হয়েছে। রোববার জয়াগ ইউনিয়নের বাউর কোর্ট গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে নোমান হোসেন  (৪৫) এবং বাবুল মিয়ার ছেলে সাইফুল ইসলাম বাপ্পী (১২)।  নিহতরা সম্পর্কে চাচা ভাতিজা। নিহত বাপ্পী জয়াগ আইডিয়াল একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র

স্থানীয়রা জানান, সেচ মেশিন দিয়ে বাড়ির পাশ্ববর্তী একটি ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন নোমান। এসময় তার ভাতিজা বাপ্পীও সেখানে ছিল।  বৃষ্টির মধ্যেও তারা সেচের কাজ করছিল। বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তাদের দুজনের মর্মান্তিক মৃত্যু হয়।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।



রাইজিংবিডি/নোয়াখালী/১৭ ফেব্রুয়ারি ২০১৯/মাওলা সুজন/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়