ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সোনাসহ কাতার এয়ারের কর্মী গ্রেপ্তার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ২২ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনাসহ কাতার এয়ারের কর্মী গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের ট্রাফিক সহকারী মো. সুইম খানকে ৩০ তোলা সোনাসহ গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করে কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

শনিবার কাস্টম হাউসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় টহলকালে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সুইম খানকে সোনাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা সিগারেটের প্যাকেটের মধ্যে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩০ তোলা সোনা উদ্ধার করা হয়। এসব সোনার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। পরে পরিচয়পত্র দেখে জানা যায়, সুইম খান কাতার এয়ারওয়েজের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত রয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৯/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়