ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সোনাহাট স্থলবন্দরে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

বাদশাহ সৈকত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোনাহাট স্থলবন্দরে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে দর্শণার্থীদের কাছ থেকে টাকা নেওয়া এবং শিক্ষার্থীদের মারধর করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১১টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর আঞ্চলিক মহাসড়কের সোনাহাট বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অবরোধে রাস্তার দুই দিকে বাস, ট্রাক, অটোবাইক, মোটরসাইকেল আটকা পড়ে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, তারা ঈদের ছুটিতে সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে গেলে বন্দরের লোকজন তাদের কাছে প্রবেশ মূল্য বাবদ জনপ্রতি ১০ টাকা দাবি করেন। শিক্ষার্থীরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বন্দরের গার্ড এবং দায়িত্বে থাকা লোকজন তাদের মারপিট করেন। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবীর জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়েছে।



রাইজিংবিডি/কুড়িগ্রাম/৮ জুন ২০১৯/বাদশাহ্‌ সৈকত/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়