ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সৌদি আরবে গেছেন ৫৩ হাজার ১৭৩ হজযাত্রী

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ১১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদি আরবে গেছেন ৫৩ হাজার ১৭৩ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজার ১৭৩ হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় (ব্যবস্থাপনা সদস্যসহ) গেছেন ৩ হাজার ৩৩৮ জন। বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৯ হাজার ৮৩৫ জন।

মক্কার আইটি হেল্প ডেস্কের বরাত দিয়ে সর্বশেষ বিশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনের তথ্য মতে, ১০ আগস্ট পর্যন্ত ৫৩ হাজার ১৭৩ হজযাত্রী সৌদি পৌঁছেছেন। গতকাল পর্যন্ত মোট ১৬৪টি হজ ফ্লাইট সৌদি আরব গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৭টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৮৭টি।

এদিকে, এ পর্যন্ত পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবের মক্কায় যাওয়া নয় বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। সর্বশেষ মঙ্গলবার একজনসহ গত কয়েক দিনে এসব হাজির মৃত্যু হয়েছে। এদের সবাই পুরুষ। সর্বশেষ মঙ্গলবার বগুড়ার মো. আব্দুল গফুর শাহ (৬৬) পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর : বিএন ০১২২২০৪।

৭ আগস্ট, সোমবার গাইবান্ধার মো. ফুল মিয়া মণ্ডল (৬৩) পবিত্র মক্কায় ইন্তেকাল করেন। তার পাসপোর্ট নম্বর : বিএম ০৪৯১৬৫৭। ৬ আগস্ট মক্কায় ইন্তেকাল করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. বাদশা হোসেন (৭৪)। তার পাসপোর্ট নম্বর : বিএম ০৮৬৫৯০৯। ৫ আগস্ট ইন্তেকাল করেন নাটোরের মো. জাহাঙ্গীর কামাল (৬৬)। তার পাসপোর্ট নম্বর : বিকে ০৩৯৩৬৩৯। ২ আগস্ট ইন্তেকাল করেন রাজবাড়ীর মো. আব্দুল রাজ্জাক (৭৫)। তার পাসপোর্ট নম্বর : বিএন ০৬০৭০২৬।

বরিশালের মো. ফরিদ উদ্দীন (৬১) গত ১ আগস্ট মক্কায় ইন্তেকাল করেন। গত ২৮ জুলাই ইন্তেকাল করেন নেত্রকোনা জেলার খোন্দকার এ আর এম ইউসুফ (৭৪)। তার পাসপোর্ট নম্বর : বিএম ০৯২৩২৫৩। এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার মো. আব্দুস সামাদ (৬১) নামের একজন মারা গেছেন।

প্রসঙ্গত, চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী বাংলাদেশ বিমানে জেদ্দা যাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর চলতি বছরের হজ অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৭/আশরাফ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়