ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সৌদি আরবে ৫ বাসের সংঘর্ষে নিহত ৬

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ২৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদি আরবে ৫ বাসের সংঘর্ষে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মদিনা-কাশিম মহাসড়কে পাঁচ বাসের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮১ জন। হতাহতদের মধ্যে বাংলাদেশিও থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

আল কাশিম প্রদেশের সিভিল ডিফেন্সের উপ মুখপাত্র কর্নেল আবদুল আজিজ আল-তামিমি জানিয়েছেন, শুক্রবার রাতে প্রদেশের রাজধানী বুরাইদাহ থেকে ২২৫ কিলোমিটার দূরে সাকরিয়াত কাবরা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর। 

সৌদি গেজেট জানিয়েছে, পাঁচটি বাসে মোট দুইশ যাত্রী ছিলেন। ওমরাহ শেষে যাত্রীদের নিয়ে বাসগুলো সৌদি আরবের রিয়াদ ও আরব আমিরাতের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, হতাহতদের মধ্যে বাংলাদেশি, ভারতীয়সহ বিদেশিরা রয়েছেন। ধুলিঝড়ের কারণে দৃষ্টিসীমা কমে আসায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কাশিম প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোহাম্মদ আল-হাম্মাদ জানান, খবর পেয়ে তাদের ২৮টি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়েছে। আহতদের উদ্ধার করে বেশ কয়েকজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদের আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়