ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সৌদিতে নিহত রাশেদের পরিবার দিশেহারা

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৫, ১৯ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদিতে নিহত রাশেদের পরিবার দিশেহারা

ফেনী সংবাদদাতা : সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফেনীর মহিউদ্দিন রাশেদ (৩৯) নিহত হয়েছেন। নিহত রাশেদ ফেনী শহরের বিরিঞ্চি এলাকার ইলিয়াছ মেম্বার বাড়ির রফিকুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতের খাবার রান্না ও খাওয়া শেষে একই রুমে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তাদের মৃত্যু হয়।

এদের একজন মহিউদ্দিন রাশেদ গত প্রায় তিন মাস আগে জীবিকার সন্ধানে সৌদি আরব পাড়ি দেন। মহিউদ্দিন রাশেদের তিনটি সন্তান রয়েছে। তাদের নাম জিহান, সাফওয়া ও আলিফ।

নিহত রাশেদের বাবা রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এত অল্প বয়সে তাকে হারাবো জানলে বিদেশ পাঠাতাম না।’

তিনি বলেন, ‘দীর্ঘ দিন প্রবাসে আমিও ছিলাম। গত কয়েক বছর ধরে অসুস্থ হয়ে দেশে বেকার পড়ে আছি।’

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বাবা রফিকুল ইসলাম প্রাগলপ্রায়। মৃত্যুর খবর শুনে দুপুর থেকেই তার মা-বাবা ও আত্মীয়-স্বজনদের কান্না ও আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। বাড়িতে আসতে শুরু করেছেন পাড়া-প্রতিবেশীরা।

 

 

 

 

রাইজিংবিডি/ফেনী/১৯ এপ্রিল ২০১৮/সৌরভ পাটোয়ারী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়