ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদ উদযাপন

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৭, ১৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদ উদযাপন

সাতক্ষীরা সংবাদদাতা : সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরা সদর উপজেলার বাওকোলা পূর্ব-পাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় এ ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী।

এ ছাড়া সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরা সদর উপজেলার চাঁদপুর ও তালা উপজেলার ইসলামকাটিতেও ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। জেলার এই তিনটি স্থানের ঈদের জামায়াতে প্রায় ৫ শতাধিক মুসল্লি অংশ গ্রহণ করেন।

মাওলানা মহব্বত আলীর মতে, পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করা যায়।



রাইজিংবিডি/সাতক্ষীরা/১৫ জুন ২০১৬/এম.শাহীন গোলদার/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়