ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্কুলছাত্র নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গাজী হানিফ মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ২৩ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্কুলছাত্র নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নরসিংদী প্রতিনিধি : জেলার বেলাবতে কাভার্ড ভ্যানচাপায় রাব্বি মিয়া নামে এক স্কুলছাত্র নিহতের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বেলাব উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বারৈচা বাসস্ট্যান্ডে এ অবরোধে অংশ নেয়। এ সময় মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডে গোলচত্বর ও ফুটওভারব্রিজ নির্মাণসহ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

দেড় ঘণ্টা সড়ক অবরোধ থাকার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা। এ সময় দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের উত্থাপিত দাবি মেনে নেওয়ার আশ্বাস নিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ মার্চ) স্থানীয় হোসেন নগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাব্বি মিয়া ও তার এক সহপাঠী মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়। আহত হয় তার সহপাঠী।




রাইজিংবিডি/নরসিংদী/২৩ মার্চ ২০১৯/গাজী হানিফ মাহমুদ/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়