ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

স্কুলছাত্র হত্যা: ২৭ জনের বিরুদ্ধে মামলা

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্কুলছাত্র হত্যা: ২৭ জনের বিরুদ্ধে মামলা

সাকিব হোসেন

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার পুলিশ লাইনস স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী সাকিব হোসেনকে (১৬) পিটিয়ে হত্যার ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে। 

নিহত সাকিব হোসেনের বাবা পুলিশের কনস্টেবল নজরুল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 

এই ঘটনায় গ্রেপ্তার সাতক্ষীরা শহরের কামালনগরের সেলিম সরদারের ছেলে রনি সরদার (১৯) বিচারিক হাকিম রাজীব রায়ের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া সামিউজ্জামান অমি প্রত্যক্ষদর্শী হিসেবে বিজ্ঞ আদালতে ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছেন। 

মঙ্গলবার রতে শহরের বকচরা বাইপাস সড়ক এলাকায় দশম শ্রেণীর শিক্ষার্থী সাকিব হোসেন, রাশে ও অমির উপর হামলা চালায় কামালনগর কলোনির আব্দুল কাদের, শান্ত ও অন্যরা। এ সময় তাদের এলোপাতাড়ি পিটিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় সাকিব ও রাশেদকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ বলেন, নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ ২৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার রনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সামিউজ্জামান অমি প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

 

 

রাইজিংবিডি/সাতক্ষীরা/১৫ ফেব্রুয়ারি ২০১৮/এম. শাহীন গোলদার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়