ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্কুলছাত্রীকে অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় এক স্কুলছাত্রীকে অপহরণের দায়ে ভোলানাথ মণ্ডল (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি ভোলানাথ মণ্ডল কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের গোপীনাথ মণ্ডলের ছেলে।

আসামিকে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৩০ ডিসেম্বর অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে ভোলানাথ মণ্ডল মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি কালীগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। ২০০৭ সালের ২৪ এপ্রিল কালীগঞ্জ থানার এসআই আক্কাস আসামি ভোলানাথের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। 

এ মামলায় নয়জনের সাক্ষ্য গ্রহণ করে আসামি ভোলানাথের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজার আদেশ দেন। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।



রাইজিংবিডি/সাতক্ষীরা/০৯ আগস্ট ২০১৮/এম.শাহীন গোলদার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়