ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

স্ট্যান্ডার্ড ব্যাংকের পর্ষদ সভা বিকেলে

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৪, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ট্যান্ডার্ড ব্যাংকের পর্ষদ সভা বিকেলে

অর্থনৈতিক প্রতিবেদক : স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যলোচনা করে লভ্যাংশ ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য ২২ মার্চ পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছিল।

সে অনুসারে আজ বুধবার বিকেল ৩টায় সভাটি অনুষ্ঠিত হবে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটি শেয়ারপ্রতি ৭৪ পয়সা আয় (ইপিএস) করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৭৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৬ টাকা ১ পয়সা।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গেল হিসাব বছরে ব্যাংকের ইপিএস হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। ২০১৪ হিসাব বছরেও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। তখন ইপিএস ছিল ২ টাকা ১৩ পয়সা।

ডিএসইতে সর্বশেষ ১৩ টাকা ৯০ পয়সায় স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার হাতবদল হয়। গত এক বছরে এর দর ৭ টাকা ৭০ পয়সা থেকে ১৫ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে।

বোনাস শেয়ার সমন্বয়ের পর সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৬ দশমিক ৫৬,  যা হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে ১৪ দশমিক শূন্য ৯।

প্রসঙ্গত, স্ট্যান্ডার্ড ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকখাতের প্রতিষ্ঠান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৭/আশিক/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়