ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্তন কেটে জার্মান পুলিশে চাকরি

সিয়াম সারোয়ার জামিল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৯, ২৭ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্তন কেটে জার্মান পুলিশে চাকরি

সিয়াম সারোয়ার জামিল : জার্মান নারীদের কেউ কেউ স্তন ক্যানসার থেকে বাঁচতে স্তন কেটে ফেলেন। সিলিকনের তৈরি কৃত্রিম স্তনের দিকেই তাদের ঝোঁক। অনেকে আবার সৌন্দর্য বৃদ্ধিতে সিলিকন ইমপ্ল্যান্ট করান। এ ধরনের নারীদের জার্মান পুলিশে নিয়ো্গ দেওয়া হয় না।    

 

পুলিশের ভাষ্যমতে, তাদের পক্ষে বুলেটপ্রুফ জ্যাকেট পরা অসুবিধাজনক। যে কারণে বক্ষসৌন্দর্য বাড়ানো তরুণীদের পুলিশবাহিনীতে চাকরি হতো না। জার্মানির প্রচলিত সেই আইন ভেঙে ফেলেছেন এক তরুণী। সে কলেজে থাকাকালীন সিলিকন ইমপ্ল্যান্ট করিয়েছিল। এরপর পুলিশে নিয়োগ পেতে পরীক্ষা দেয়। সব পরীক্ষায় উত্তীর্ণও হয়। এমনকি শারীরিক সক্ষমতার পরীক্ষায় সে খুবই ভালো ফল করে। কিন্তু বাধ সাধে সিলিকন ইমপ্ল্যান্ট সংক্রান্ত নিয়ম। 

 

এরপর তিনি এর প্রতিবাদ জানিয়ে মামলা করেন। আদালতে দীর্ঘদিন মামলা চলে। সম্প্রতি আদালত সেই তরুণীর পক্ষে রায় দিয়েছে। সুতরাং পুলিশে নিয়োগ পেতে তার আর কোনো বাধা নেই। এ রায়ের মধ্য দিয়ে স্তন কেটে ফেলা নারীরা জার্মান পুলিশে চাকরির ব্যাপারে নতুন করে আগ্রহী হয়ে উঠেছেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৬/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়