ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আটক

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক জসিম উদ্দিনকে পুলিশ আটক করেছে।

এ ছাড়া ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক ও পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ফুলবাড়িয়া উপজেলা সদর থেকে অধ্যাপক জসিম উদ্দিনকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল হোসেন আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ফুলবাড়িয়া উপজেলা সদরের বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিকেল ৩টার দিকে ডিবি পুলিশ অধ্যাপক জসিম উদ্দিনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসে হয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এরআগে ডা. আব্দুর রাজ্জাককে উপজেলা সদরের শরীফ মার্কেটস্থ নিজ চেম্বার এবং ফুলবাড়িয়া বাজার থেকে আজাহারুল ইসলামকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গত ২৮ নভেম্বর জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক জসিম উদ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।



রাইজিংবিডি/ময়মনসিংহ/০১ ডিসেম্বর ২০১৮/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়